রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৬

সম্প্রতি রাজধানী ঢাকায় ছিনতাইয়ের প্রবণতা অনেক বেড়েছে। ছিনতাই রোধে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ১২টা থেকে শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অভিযান চালায় ডিএমপি।
ডিএমপির ৫০টি থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ ডাকাত, ১৩ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন চাঁদাবাজ, আট চোর, ১৪ মাদক কারবারি, ২৭ পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছেন বলেও জানান তালেবুর রহমান।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি সামুরাই, তিনটি চাকু, দুটি দা, একটি সুইচ গিয়ার, পাঁচটি লোহার রড, তিনটি ল্যাপটপ, ২০টি টিন, একটি প্রাইভেটকার ও নগদ এক লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ৩২০ পিস ইয়াবা, ৪৬৫ গ্রাম গাঁজা, সাত গ্রাম হেরোইন ও চারটি নরফিন ইনজেকশন।
এ সময়ের মধ্যে ডিএমপির বিভিন্ন থানায় ৫৭টি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও ডিএমপি সূত্রে জানা যায়।