পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেল পরিত্যক্ত বুলেট

শনিবার ধোবাউড়ার একটি পুকুর থেকে উদ্ধার করা বুলেট। ছবি : এনটিভি অনলাইন
ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর খনন করতে গিয়ে ৬০টি রাইফেলের পরিত্যক্ত বুলেট উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে বুলেটগুলো উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দপুর এলাকায় ইকলাছ তালুকদারের বাড়িতে পুকুর খনন কাজ চলছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় কিছু বুলেট দেখতে পান শ্রমিক রমজান আলী। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে ৬০টি বুলেট উদ্ধার করে।
জানতে চাইলে হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার জানান, খবর পেয়ে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ধরনের বুলেট দীর্ঘদিন আগের। এলাকাবাসী ধারণা করছেন, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে।