শিবগঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

বগুড়ার শিবগঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবিতে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
বগুড়ার শিবগঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শিবগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে শিবগঞ্জ শহীদ মীর মুগ্ধ স্কয়ারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাব্বির খান, শিহাব উদ্দৌলা, তোহা মিয়া, ফাহিম ইসলাম, সুমাইয়া আক্তার, জাহাঙ্গীর আলম, মিম আক্তার, মিলি আক্তার, মহান মিয়া প্রমুখ।
এসময় বক্তারা ধর্ষণের সংখ্যা বাড়ার আগে ধর্ষকদের ফাঁসি ও সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করাসহ ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও খুনের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ সাধারণ শিক্ষার্থী অংশ নেন।