রাজধানীতে ছিনতাইকারী-চাঁদাবাজসহ গ্রেপ্তার ১৬৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
ডিএমপি পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুই জন ডাকাত, পাঁচজন জন পেশাদার ছিনতাইকারী, দুইজন চাঁদাবাজ, ১৭ জন চোর, নয়জন মাদক কারবারি, ২৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধীরা রয়েছেন।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, শনিবার (১৫ মার্চ) দিনগত রাত ১২টা থেকে রোববার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি সামুরাই, একটি চাপাতি, একটি চাকু, ছয়টি লোহার পাইপ, তিনটি মোবাইল ফোন ও নগদ নয় হাজার ৬৯০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে চার কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১২৫ পিস ইয়াবা।