বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

জাতীয় বার্ন ইনস্টিটিউট ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন এক রোগী মারা গেছেন। আজ বুধবার (১৯ মার্চ) সকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাম পলাশ বিশ্বাস (৩২)। তিনি একটি গার্মেন্টে কালার ওয়াশিং প্লান্ট সেকশনে কর্মরত ছিলেন। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার শিবপুর গ্রামের জয়ন্ত বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
নিহতের ছোট ভাই অলক বিশ্বাস জানিয়েছেন, তার ভাই পলাশ বিশ্বাস টঙ্গীতে একটি গার্মেন্টের কালার ওয়াশিং প্লান্টে কাজ করার সময়ে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গত ৬ মার্চ বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত দুই দিন আগে তাকে এইচ ডি-ইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
অলক বিশ্বাস বলেন, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে তার ভাইকে দেখে রেস্টে যান তিনি। পরবর্তীতে ভোরে সেখানে কর্তব্যরত নার্সরা পলাশ বিশ্বাসকে বেডে দেখতে না পেয়ে তার ভাইকে জানান। পরে খোঁজখবর নিয়ে হাসপাতাল চানখাঁরপুলসংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পলাশ বিশ্বাসের মৃতদেহের খোঁজ পায়।
পরে সিসিটিভি দেখে জানতে পারেন পলাশ প্রথমে এইচডিইউ থেকে বের হয়ে তৃতীয় তলায় যান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে একটি লিফটে করে ১৫তলার ছাদে চলে যান। আর সেখান থেকে পড়ে মারা যান পলাশ বিশ্বাস।