কুকুরের তাড়া খেয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু!

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে শহরের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
মৃত্যু ওই শিশুর নাম সোহাগী চৌধুরী (১২)। তার বাবার নাম আব্দুল হামিদ চৌধুরী। তার বাড়ি শহরের মৌলভীপাড়ায়। সে মৌলভীপাড়ার শেখ ফজিলাতুন্নেছা কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
সোহাগী ইসলাম ধর্ম পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাসায় ফেরে। এরপর খেলাধুলা করার জন্য বাসার সামনে রাস্তায় যায়। তখন একটি কুকুর তাকে তাড়া করে। সে আতঙ্কিত হয়ে তাদের বাড়ির উঠানে গিয়ে পড়ে যায়। এরপর দৌড়ে ঘরের মধ্যে গিয়ে খাটের ওপর শুয়ে পড়ে।
স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার তাকে মৃত ঘোষণা করেন।
ডা. অমিত সরকার জানান, হাসপাতালে আনার আগেই সোহাগীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, বিষয়টির তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুকুরের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে শিশুটির আকস্মিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।