হত্যা মামলার আসামি আলফাজ কেরানীগঞ্জে গ্রেপ্তার

বাগেরহাটের শওকত শেখ হত্যা মামলার আসামি আলফাজ হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ ও ১০। গতকাল বুধবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি বাগেরহাটের কচুয়া থানার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচনকে কেন্দ্র করে লিয়াকত গ্রুপ ও আফজাল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। জেলার সদর থানার দোপাড়া ব্রিজ এলাকায় এই সংঘর্ষে লিয়াকত গ্রুপের শওকত শেখ (৫৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ওই ঘটনায় লিয়াকত হোসেন (৪২) বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। আসামি আলফাজ হাওলাদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।