ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে রাজধানীর তেজগাঁও ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও যানবাহনের চালকরা।
ট্রাফিক গুলশান বিভাগের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) তেজগাঁও সাতরাস্তা এলাকায় প্রায় ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী থেকে সাতরাস্তার দিকে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এতে আশপাশের এলাকায় যানজটের প্রভাব পড়েছে। বিজয় সরণি, কারওয়ান বাজার, মহাখালী ও ফার্মগেট পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। কর্মস্থলগামী যাত্রীদের দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে।
তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামিমুর রহমান বলেন, শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে এ আন্দোলনে নেমেছে। তাদেরকে আমরা দ্রুত সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।