বাসিয়া নদীর বর্জ্য অপসারণ শুরু

দখল-দূষণে বিপন্ন সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর প্রশাসন।
গতকাল শনিবার (২২ মার্চ) দুপুরে নদী তীরবর্তী স্থানে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক সুনন্দা রায়।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ।
বিশ্বনাথ পৌরসভা কার্যালয় জানায়, উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে বাসিয়া নদীর বর্জ্য অপসারণ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় তা বাস্তবায়ন হচ্ছে। টানা পাঁচদিন চলবে বর্জ্য অপসারণ কার্যক্রম। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। বর্জ্য পরিষ্কারের সীমানা নির্ধারণ করা হয়েছে পৌর শহরের বড় ব্রিজ থেকে টিএনটি মোড় পর্যন্ত পুরো নদী।
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক সুনন্দা রায় বলেন, ‘নদী রক্ষায় আমরা কার্যক্রম শুরু করেছি। সিলেট সিটি কর্পোরেশন এ কাজে যান্ত্রিক সহযোগিতা করছে। আশা করছি, সকলের সহযোগিতায় সফলভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করতে পারবো।’