জুলাই যোদ্ধাদের অনুদানের চেক ও শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান

ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ‘এ ও বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনুকূলে আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ এবং শহীদ পরিবারকে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে ‘এ’ ক্যাটাগরির তিনজন, ‘বি’ ক্যাটাগরির ৩০ জনের মাঝে অনুদানের চেক এবং নয়টি শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র দেওয়া হয়।
এর মধ্যে শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, ‘এ’ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধাদের দুই লাখ টাকার চেক ও ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের এক লাখ টাকার চেক দেওয়া হয়।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন এবং উপপরিচালক সমাজকল্যাণ অধিদপ্তর, উপপরিচালক এনএসআই প্রমুখ।