পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কিশোররা পেল বাইসাইকেল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুল্লাবাড়ি গ্রামে রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজে কিশোরদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী একটি পুরস্কারের আয়োজন করেছেন মো. রাকিবুল হাসান নামের এক ব্যবসায়ী।
আজ শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর কুল্লাবাড়ি গ্রামের আট থেকে ১২ বছর বয়সী কিশোর, যারা রমজানজুড়ে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত আদায় করেছে, তাদের মধ্যে তিনজনকে বাইসাইকেল ও সাতজনকে স্কুল ব্যাগ দিয়েছেন ব্যবসায়ী রাকিবুল। কিনি কসবা পুরাতন বাজারের ডিজিটাল সাইন অ্যান্ড অফসেট প্রেসের মালিক। পুরস্কারের জন্য কিশোরদের বাছাই করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল জব্বার সিদ্দিকী।
ব্যবসায়ী রাকিবুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘শুধুমাত্র কিশোরদের নামাজমুখী করতেই আমার এই উদ্যোগ। আমার আশা, যেভাবে কিশোররা সমগ্র রমজানজুড়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, ভবিষ্যতেও তারা এভাবে নামাজ আদায় করবে।’
পুরস্কারের জন্য কিশোরদের বাছাই করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল জব্বার সিদ্দিকী। তিনি এনটিভি অনলাইনকে বলেন, এ ধরনের কাজ অবশ্যই প্রশংসনীয়। নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে ভবিষ্যতে এ ধরনের কাজ অব্যাহত থাকুক।
মসজিদ কমিটির সভাপতি নাজমুল হোসেন বলেন, ব্যাবসায়ী রাকিবের এ কাজটি অত্যন্ত প্রশংসনীয়। তার এ কাজে গ্রামের সবাই নামাজ পড়ার জন্য অনুপ্রেরণা পাবে।