রাজধানীতে ছুটির আমেজ, মেট্রোরেলে যাত্রী সংকট

আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এরইমধ্যে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ। ফলে রাজধানী ঢাকা এখন প্রায় ফাঁকা। তার প্রভাব পড়েছে মেট্রোরেলেও। যাত্রী সংকট দেখা দিয়েছে এ গণপরিবহনে।
আজ রোববার (৩০ মার্চ) রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্ট্রেশনে দেখা গেছে, মেট্রোরেলে যাত্রী সংখ্যা কম। ট্রেনে যেমন ভিড় নেই, তেমনি দীর্ঘ লাইন নেই টিকিট কাউন্টারেও।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে, তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের পরদিন থেকে মেট্রো চলাচল অব্যাহত থাকবে।
সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা নেই বললেই চলে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল। যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না। যে যার মতো করে টিকিট কেটে দ্রুত ট্রেনে ভ্রমণ করতে পারছেন। ফলে যাত্রীরাও ভ্রমণ করে স্বস্তি পাচ্ছেন।

মতিঝিল স্টেশনে কথা হয় পল্লবী থেকে আসা যাত্রী শাহিনের সঙ্গে। তিনি বলেন, নতুন টাকা এবার তেমন পাওয়া যাচ্ছে না। এবার শ্বশুর বাড়িতে প্রথম ঈদ পালন করতে যাব। সেখানে ছোট শালি-শালা রয়েছে। তাদের জন্য নতুন টাকা কিনতে গুলিস্থানে এসেছি। অন্য সময়ে মেট্রোরেলে আসতে অনেক ভিড় ও পোহাতে হয়। তবে আজ স্বস্তি। মানুষের চাপ কম। বসে যেতে পারছি।’
মেট্রোরেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।