ঢাকায় ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সন্ধ্যায় বাংলাদেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপন অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি শেষের দিকে। রাজধানীর জাতীয় ঈদগাহসহ বিভিন্ন এলাকার ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত। এবার জেনে নেওয়া যাক ঢাকার কোথায়, কখন হবে ঈদের জামাত।
জাতীয় ঈদগাহ
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শুরু হবে জাতীয় ঈদগাহে। তবে বৈরী আবহাওয়া সৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করবেন। ক্বারী হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
৩৫ হাজার মুসল্লির জন্য ইতোমধ্যে প্রস্তুত হয়েছে ঈদগাহ। নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। গরমে কেউ যেন কষ্ট না পান, সেজন্য পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। হঠাৎ ঝড়-বৃষ্টির কবল থেকে মুসল্লিদের রক্ষায় পুরো ঈদগাহের ওপর ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পাখা ও চিকিৎসা সহযোগিতার ব্যবস্থা রয়েছে, ওজুখানাসহ মহিলাদের জন্য আছে আলাদা পথ। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানিয়েছেন, স্বাস্থ্য সেবা, চিকিৎসা, নিরাপত্তাসহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে।
বায়তুল মোকাররমে ঈদের জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জামাত শুরু হবে।
জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত
ঈদের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হবে।
ঢাবি এলাকায় ঈদের ৬ জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন স্থানে ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুটি জামাত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের লনে এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় দুটি ঈদ জামাত হবে।
ঢাকায় মোগল আমলের রাজকীয় ঈদ জামাত
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের জন্য বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এটাই হবে ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত। সকাল থেকে বিকাল পর্যন্ত এ মাঠে শিশু-কিশোরদের জন্য থাকে মেলা ও বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা।
মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ
মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদের ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় সরকারি তিতুমীর কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
বুয়েটে ঈদ জামাত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের তিনটা মসজিদে তিনটা জামাত অনুষ্ঠিত হবে। বুয়েট কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টায়, বকশি বাজার বায়তুস সালাম মসজিদে সকাল ৮টায় এবং আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
দক্ষিণ বাসাবো বালুর মাঠে ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। উত্তর শাহজাহানপুর-দক্ষিণ খিলগাঁওয়ের ঝিল মসজিদে জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি ৮টা এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।
মিরপুর ১২ নম্বরের হারুণ মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সকাল ৭টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।