গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই : গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের এক দফা এক দাবি। নির্বাচন চাই। নির্বাচন যথা সময়ে হতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা থেকে দূরে থাকার জন্য এই সরকারের কাছে আহ্বান জানাই। জনগণ ভোট দিতে চায়। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই কালক্ষেপণ না করে যথাসময়ে জনগণের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন দিতে হবে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আম বাগিচা কলেজ মাঠে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের সব জাতি, ধর্ম, পেশা মানুষের কল্যাণেই বিএনপি নামে এই সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। জিয়াউর রহমান চেয়েছেন বাংলাদেশি হিসেবে এ দেশের সব নাগরিককে পরিচয় করে দেওয়ার জন্য। সে জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করেছেন বিএনপির মাধ্যমে। পাহাড় থেকে সমতল সব নাগরিকই বাংলাদেশের নাগরিক। তারা সবাই বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ।
গয়েশ্বর চন্দ্র রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে বলেন, আবার যদি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে দাঁড়াতে পারে, তাহলে তোমাদের অবস্থা শেষ হয়ে যাবে। যদি নির্বাচন না হয়, তাহলে তোমাদের সবচেয়ে বেশি খেসারত দিতে হবে। হাসিনা যে দেশে লালিত-পালিত হচ্ছে, তারা কিন্তু তোমাদের ছেড়ে দেবে না। তোমাদের বীরত্বগাথা ইতিহাস রক্ষার চেষ্টা করতে হবে। আমি সব শহীদের প্রতি সম্মান জানাই। এনসিপিকে প্রতিষ্ঠিত করতে হলে, গণতন্ত্রকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আরেকটি বৈষম্য যেন তৈরি না হয়—সে দিকে নজর রাখার জন্য আহ্বান করছি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভানেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে, সেলিমা রহমান বলেন, বিএনপি আজ সারা বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল। গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন। সারা দেশের মানুষের ভালোবাসা এবং নেতাকর্মীদের মাধ্যমেই বেঁচে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সেলিমা রহমান আরও বলেন,বাংলাদেশকে বিশ্বের বুকে একটি স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি আজ জনগণের আস্থার রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্মসূচি নিয়ে এ দেশে রাজনীতি করেছেন। তিনি পালিয়ে যাননি। তিনি এ দেশেই রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আজ নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের সব নেতাকর্মীসহ এলাকাবাসীকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এর আগে দুপুর থেকেই দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও গ্রামপর্যায়ের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলকে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।