ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে যুবকের বাড়িতে আগুন

ময়মনসিংহের মুক্তাগাছায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ জনতা এক যুবকের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। আজ বুধবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে মুক্তাগাছার মহেশতারা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভাঙচুরের সময় পুলিশ ওই স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে গত সোমবার রাতে মুক্তাগাছার মহেশতারা গ্রামে এক শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার শিশুর বড় ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন। মামলায় দুলাল নামে ওই যুবককে প্রধান আসামি করা হয়। তদন্তের স্বার্থে সব আসামির নাম জানায়নি পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আজ দুপুর ১২টার দিকে মুক্তাগাছার লেংরা বাজার থেকে ধর্ষক দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।