গোপালগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অভিযোগে লক্ষাধিক টাকা জরিমানা

গোপালগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিত এবং ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের অভিযোগে জেলার বিভিন্ন স্থানে পাঁচটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ১ লাখ ১২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা, ঘোনা পাড়া ও পুলিশ লাইন মোড়, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়, মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এবং কোটালীপাড়া উপজেলার মহুয়া মোড়ে এসব অভিযান পরিচালনা করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান সদর উপজেলার ঘোনাপাড়া থেকে পুলিশ লাইন মোড়ে বিভিন্ন পরিবহনে ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না টাঙানো, অবৈধভাবে পার্কিং করা, যাত্রীদের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অভিযান পরিচালনা করেন। এ সময়ে তিনি সাতটি পরিবহনের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় ৪৭ হাজার টাকা জরিমানা করেন।
একই দিন একই মহাসড়কের মান্দারতলা নামক স্থানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, গাড়ির ফিটনেস না থাকাসহ নানা অনিয়মে পাঁচটি পরিবহনকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই দিন মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত একটি পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি বিভিন্ন পরিবহনের লোকজনকে সতর্ক করে দেন।
একই মহাসড়কের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজ মোড়ে যাত্রীদের হয়রানি, নির্দিষ্ট স্থানে পার্কিং না করা, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার মহাসড়কে চলাচলকারী দুটি পরিবহনকে ১৬ হাজার টাকা জরিমানা করেন।
একই দিন কোটালীপাড়া উপজেলা উপজেলার মহুয়ার মোড়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করাসহ নানা অনিয়মে ১১টি পরিবহনে ১১ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এবং ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে কোনো পরিবহন যেন অতিরিক্ত ভাড়া নিতে না পারে সে লক্ষ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নির্দেশে (যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।