বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অমলেশ মন্ডল ভারতের চব্বিশ পরগণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের বাসিন্দা।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় রঘুনাথপুর বিওপি ও আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকা থেকে খাদ্যসামগ্রী, শাড়ি, থ্রি-পিস, চায়না দোয়ারি জাল ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। একই অভিযানে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ফোন ও ভারতীয় রুপিসহ অমলেশ মন্ডল নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, জব্দকৃত এসব পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা।