কিশোরগঞ্জে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান করতে লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন সমবেত হয়েছেন। আজ শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে এই ধর্মীয় স্নান অনুষ্ঠিত হচ্ছে। তাদের বিশ্বাস, এ সময় ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। বিশেষ করে ভগবানের কৃপা লাভ করে পাপ মোচন হয়।
পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সের নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সের লোকজন। এ সময় গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণসহ নানা আনুষ্ঠানিকতায় স্নানোৎসবে অংশ নেন লাখো মানুষ।
এ স্নানোৎসবে কিশোরগঞ্জ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে লোকজন আসেন স্নান করতে। এদিকে, স্নানোৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ছাড়াও প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, অষ্টমী স্নানকে ঘিরে লাখো মানুষের সমাগম হয়েছে ব্রহ্মপুত্র নদে। এটি সনাতন ধর্মালম্বীদের জন্য একটি বড় উৎসব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে টহল দিচ্ছে।