দেশে কোনো খাদ্য সংকট নেই : খাদ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে কোনো খাদ্যের সংকট নেই। আজ শনিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরের বোরো ধানের ফলন পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রান্তিক কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ‘হাওরের খাদ্য উৎপাদন নিয়ে প্রতিদিন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যতটুকু জেনেছি পহেলা বৈশাখ থেকে ব্যাপকভাবে ধান কাটা শুরু হবে। সরকারের যে মজুত রাখতে হয়, এইদিকে আমরা সন্তোষজনক অবস্থানে আছি।’
খাদ্য উপদেষ্টা বলেন, গত মৌসুমে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আগাম বন্যার জন্য ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেটসহ কিশোরগঞ্জের কিছু অংশে আমন ধানের ক্ষতি হয়েছে, যা পূরণ করার জন্য বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করা হয়। আমদানি প্রক্রিয়া এখনও চলমান। আমাদের বোরো ধানের বড় ফসল সুন্দরভাবে উঠলে একবারে পরিপূর্ণ নিরাপদ হয়ে যাবে।’
এ সময় খাদ্য উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশান জাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অভিজিৎ সরকার প্রমুখ।