তেল আবিবে হাজারো ইসরায়েলির বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু

ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) এই বিক্ষোভের ফলে নতুন করে চাপের মুখে পড়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। খবর আনাদুলুর নিউজ এজেন্সির।
এই বিক্ষোভ এমন এক সময়ে হলো যখন ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে কাতারে চলা পরোক্ষ শান্তি আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে বলে খবর আসছে। যদিও এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি চ্যানেল ১৩ জানিয়েছে, আলোচনা সম্পূর্ণ ভেঙে পড়েনি। হামাসের অনমনীয়তা সত্ত্বেও ইসরায়েলি দল আলোচনা চালিয়ে যাচ্ছে।
গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের একটি ফোরাম সরকারের প্রতি গাজায় চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, বর্তমান সুযোগ হাতছাড়া করা একটি গুরুতর ব্যর্থতা হবে; যুদ্ধ যত দিন চলবে, তা হামাসের জন্য অর্জন এবং আমাদের জিম্মি ও সৈন্যদের জন্য গুরুতর ঝুঁকি।

ফোরাম আরও দাবি করছে, ইসরায়েলের বেশিরভাগ মানুষ গাজায় যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনতে চায়।
পরিবারগুলো সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, ইতিহাস মনে রাখবে আপনি কী বেছে নিয়েছেন; জিম্মি ও যোদ্ধাদের জীবন, নাকি সস্তা রাজনৈতিক কৌশল।
হামাস ও ইসরায়েলের ভিন্ন অবস্থান
গত বুধবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তিতে পৌঁছানোর জন্য ‘নমনীয়তা’ দেখাচ্ছে। ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজিও হয়েছে। তবে গাজা থেকে সৈন্য প্রত্যাহারসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও কঠোর অবস্থানে আছে ইসরায়েল। দেশটি রাফা এলাকায় ২ থেকে ৩ কিলোমিটার এবং অন্যান্য সীমান্ত এলাকায় ১ থেকে ২ কিলোমিটার চওড়া একটি বাফার জোন তৈরির ওপর জোর দিচ্ছে।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে। এতে প্রায় ৫৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। লাগাতার বোমা হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে, রোগ ছড়িয়ে পড়ছে।
উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।