‘স্ত্রীর তালাকনামা’ পেয়ে ২০ লিটার দুধ দিয়ে স্বামীর গোসল

স্ত্রীর তালাকনামা হাতে পেয়ে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। ঘটনাটি বরগুনার বামনা উপজেলার। মঙ্গলবার (৮ এপ্রিল) দুধ দিয়ে গোসলের ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে।
জানা গেছে, ১২ বছর আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ দম্পতি। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান।
এ বিষয়ে ওই যুবক বলেন, সংসার ভালোই চলছিল। হঠাৎ সে পরকীয়ায় আসক্ত হয়। তারপর সে তার মায়ের কাছে চলে যায়। সেখানে গিয়ে এক মাস পর আমাকে ডিভোর্স লেটার (তালাকনামা) দেয়।
ওই যুবক আরও বলেন, ‘আমার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। সন্তান দুটির মুখের দিক তাকিয়ে তাকে নিয়ে আবারও সংসার করতে চেয়েছি। কিন্তু সে আমাকে ডিভোর্স দিয়েছে। তাই পরকীয়ায় আসক্ত স্ত্রীর কবল থেকে মুক্তি পেয়ে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপমুক্ত করলাম।’
দুধ দিয়ে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। ভিডিওটি দেখে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করছে।