পরকীয়ার অভিযোগে স্ত্রীকে তালাক দিয়ে যুবকের দুধ দিয়ে গোসল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরকীয়ার সম্পর্ক থাকার অভিযোগ তুলে স্ত্রীকে তালাক দিয়ে ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন সাইপ্রাস প্রবাসী মো. বদিউজ্জামান।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামে বদিউজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
দুধ দিয়ে গোসল করার বিষয়ে জানতে চাইলে প্রবাসী বদিউজ্জামান সিকদার বলেন, ‘২০০৭ সালে পারিবারিকভাবে আমরা বিয়ে করি। আমাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আমি দীর্ঘদিন সাইপ্রাসে থাকা অবস্থায় আমার স্ত্রী একাধিক মানুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। আমি বারবার তাকে সতর্ক করার পরও ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই। এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশও করা হয়।’
বদিউজ্জামান সিকদার আরও বলেন, ‘শুক্রবার বিকেলে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমার বাড়িতে সালিশ বসলে আমার স্ত্রী সংসার না করার ইচ্ছা প্রকাশ করেন। পরে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে স্ত্রীকে তালাক দেই। তারপর আমি ২০ কেজি দুধ দিয়ে গোসল করি। এর মাধ্যমে আমি পেছনের স্মৃতি ভুলে যেতে চাই। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।’ এ ব্যাপারে ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন বলেন, ‘ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই। পরে তার একটি মোবাইলফোন উদ্ধার করে দিয়েছি। এর আগেই বদিউজ্জামানের বাড়িতে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে আপসের মাধ্যমে তালাক দেওয়ার ঘটনা ঘটে।’