গোপালগঞ্জে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে উৎপল মণ্ডল (৪২) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ঘোনাগাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার উৎপল মণ্ডল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, পুলিশ সদস্যের পরিচয়ে ঘোনাপাড়া গ্রামের মনোতোষ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে যায় উৎপল। এ সময় জেলার আলোচিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার ভয় দেখানো হয় তাকে। পরে ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। সন্দেহ হলে তাকে আটক রেখে সদর থানায় খবর দেয় মনোতোষ। খবর পেয়ে পুলিশ গিয়ে উৎপলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে পুলিশের একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। গ্রেপ্তার উৎপল মণ্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান আরও জানান, উৎপলের বিরুদ্ধে ফরিদপুর, শরীয়তপুর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।