জব্দ করা ৩০ কেজি জাটকা গেল এতিমখানায়

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জাটকা ইলিশ পাঠানো হয়েছে এতিমখানায়।
আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল থেকেই জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৫ বাস্তবায়ন উপলক্ষে শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজার ও মৎস্য আড়তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শ্রীনগর উপজেলার সিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. আজিজুল ইসলামসহ শ্রীনগর থানা-পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, প্রথমে হাসারা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ২২ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে ছনবাড়ি আড়তে অভিযান চালানো হয়, তবে সেখানে কোনো জাটকা পাওয়া যায়নি। বাকি আড়তগুলো থেকেও জাটকা সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। বালাশুর বউ বাজার ও শ্রীনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ৩০ কেজির বেশি জাটকা জব্দ করা হয়।
জব্দ করা এসব জাটকা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় দান করা হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
আজিজুল ইসলাম বলেন, এই জাটকা নিধন কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে। ‘জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে’-এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম চলমান থাকবে।