শামুক কুড়াতে গিয়ে নদীতে ডুবে ২ কিশোরীর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু। প্রতীকী ছবি
খাগড়াছড়ির সদর উপজেলার ৫ নম্বর ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় চেঙ্গী নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নলছড়া এলাকায় চেঙ্গী নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নলছড়া এলাকার মুনি চাকমার মেয়ে রিয়ক চাকমা (১৭) ও বিদেশ চাকমার মেয়ে পিয়াসী চাকমা (১৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) বিকাশ চন্দ্র দাস জানান, স্থানীয় ও পুলিশের সহযোগিতায় নদী থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।