পুকুরে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলায় একটি পুকুরে মাছ ধরতে নেমে মনোয়ার হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের দামপাড়া নামক একটি পুকুরে এ ঘটনা ঘটে। মনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
মনোয়ারের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ওই গ্রামের একটি সরকারি (খাস) পুকুরে কয়েকজন ব্যক্তির সঙ্গে মনোয়ার হোসেন মাছ ধরতে নামেন। মাছ ধরা শেষ হলে অন্যরা পুকুর থেকে উঠে গেলেও মনোয়ার পুকুরেই ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনোয়ারের মরদেহ পুকুরের এক কোণে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তার স্বজনরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
ওসি জাহিদ হোসেন আরও জানান, এ ব্যাপারে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় এবং স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (ইউডি মামলা) করা হয়েছে।