নির্বাচনের তারিখ নিয়ে আমরা কাট অব লাইন বলছি না : জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে আমরা কাট অব লাইন বলছি না।
জামায়াতের আমির বলেন, আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, হেরে গেলে দুষ্টু— এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনটা এমন হতে হবে যেন সেই নির্বাচন নিয়ে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে।
ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার না করে যে নির্বাচন হবে, সেই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরং অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ ও জাতির কাছে, বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়নি, সে রকম হয়তো আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না।
তিনি বলেন, হাজার প্রাণের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে।
বিস্তারিত দেখুন ভিডিওতে।