গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা

গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মিসভার আয়োজন করে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাসির আহমেদ মোল্লা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা বাবু।
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিক রহমান হীরা, স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়ের শেখ, অ্যাডভোকেট তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পরে গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর কমিটিতে আগ্রহী কর্মীদের কাছ থেকে বায়োডাটা সংগ্রহ করা হয়। তথ্য যাচাই-বাছাই করে দ্রুত কমিটি ঘোষণা করা হবে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক দলের সাজ্জাদ হোসেন হিরা।