গাজীপুরে স্ত্রী হত্যা, সিলেটে গ্রেপ্তার স্বামী

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যার ঘটনার প্রধান আসামি স্বামী আমিনুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। শনিবার (২৬ এপ্রিল) রাতে র্যাব-১ পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানির কমান্ডার কে এম এ মামুন খান চিশতী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুপুরে র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আমিনুল ইসলাম খোকন (৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিগাতলা মাইজহাটি গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের জনৈক কামরুজ্জামানের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
নিহত গৃহবধূ নাদিরা বেগম (৩১) একই উপজেলার বগাপোতা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনিও তার স্বামী আমিনুল ইসলামের সঙ্গে কপাটিয়াপাড়া এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী জানান, গত বৃহস্পতিবার শ্রীপুরে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটে। এরপর থেকেই র্যাব-১ অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে র্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, আইডি কার্ড ও নগদ প্রায় ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আমিনুল ইসলাম খোকন তার স্ত্রীকে জবাই করে হত্যার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে শ্রীপুরের মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে শ্বশুরকে ফোন করে ঘটনার কথা জানিয়ে পালিয়ে যায় ঘাতক জামাতা আমিনুল ইসলাম খোকন।