স্বৈরাচার আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে : খোকন

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না। কিন্তু আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে আওয়ামী লীগের শুধু দাফন হয়নি, আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শেখেরচর ধূমকেতু মাঠে বিএনপির সাবেক চেয়ারম্যান প্রয়াত এম এ হান্নান চেয়ারম্যানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় খোকন এসব কথা বলেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব আরও বলেন, তাদের আর এই দেশে আসতে দেবে না দেশের জনগণ। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফাঁসি চায়। কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচার হাসিনা শুধু জুলাই আন্দোলনে সারা দেশে ২ হাজার মানুষ হত্যা করেছে। এর মধ্যে নরসিংদীতে ২৬ জনকে হত্যা করেছে। তাই শহীদ পরিবারসহ দেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে।
খায়রুল কবির বলেন, এই আওয়ামী লীগের লোকজন শেয়ার বাজার লুট করেছে, ব্যাংকগুলো থেকে প্রচুর টাকা লুট করেছে। লুটপাট করে তারা বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন করেনি।
নরসিংদী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির রাসেলের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, যুবদলনেতা মোকারম হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, চিনিসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাবুরহাট বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন, মরহুমের পরিবারের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।