মানুষ বিএনপিকেই ভোট দেবে : ইরফান ইবনে আমান

মানুষ বিএনপির প্রার্থীকেই ভোট দিবেন ইনশা-আল্লাহ এ প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বামনসুর খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে ইরফান ইবনে আমান অমি এ প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ডাকসুর সাবেক ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের ছেলে এবং ঢাকা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
সমাবেশে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন শাক্তা ইউনিয়নের বামনসুর খেলার মাঠে ।
বিকেলে শোভাযাত্রায় নেতৃত্ব দেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। মিছিলটি বামনসুর খেলার মাঠ থেকে শুরু হয়ে আটিবাজার ও খোলামোরা ঘাট হয়ে আবার বামনসুর এসে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে সমাবেশে ইরফান ইবনে আমান বলেন, বিএনপির গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। দেশের মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি আজ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।
ইরফান ইবনে আমান আরও বলেন, সাধারণ মানুষ আগামীতে ঢাকা ২ আসনে বিএনপির নেতৃত্ব বেছে নেবে এবং বিএনপির প্রার্থীকেই ভোট দিবেন ইনশা-আল্লাহ। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির সব নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।
সব শেষে ইরফান ইবনে আমান নেতাকর্মীদের অভিনন্দন জানান শোভাযাত্রায় উপস্থিত হওয়ার জন্য।