পিআরের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নিপুণ রায়

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু কিছু রাজনৈতিক দল পিআরের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু প্রতিবেশী দেশ ভারত এবং কিছু রাজনৈতিক দল ভিন্ন বেশে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ৫ আগস্টের পর তাদের আবির্ভাব হয়েছে। এই সুবিধাবাদী রাজনৈতিক দল পিআর-এর নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক যে জনগণ, তা সবাই ভুলতে বসেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করেছে এবং এই লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী খুন ও গুম হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রাজিত সাহা, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন ভুইয়া, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল ও সাবেক পৌর আহ্বায়ক হাজী আলতাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।