ভাঙা ঘরে বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন বিধবা রওশানের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ছিটমানিক গ্রামে রাস্তার পাশে ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করছেন রওশান নামের এক বিধবা। সঙ্গে আছেন তার বৃদ্ধা মা। একবেলা খেয়ে, আরেকবেলা না খেয়ে চলছে দিন। তাদের বসবাসের জন্য নেই ভিটে-মাটি ও ঘর। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা।
জানা যায়, একসময় রওশানের ছিল হাসিমুখ, স্বামী-সন্তান নিয়ে ছোট্ট একটি সুখের সংসার, কিন্তু এখন তার জীবনে শুধু শূন্যতা। ছয় মাস আগে স্বামী মারা যাওয়ার পর থেকে যেন থমকে গেছে জীবন। তার কোনো জায়গা নেই। এক প্রতিবেশীর জায়গায় অস্থায়ী ঘর করে বসবাস করছেন তিনি।
রওশান বলেন, ‘আমার নিজের কোনো জায়গা নেই। এক প্রতিবেশীর জায়গায় কোনোরকমে ঘর করেছি, কিন্তু তিনিও বারবার চলে যেতে বলেন। ঝড়-বৃষ্টির রাতে ঘুমাতে ভয় হয়, কখন যেন ভেঙে পড়ে ঘরটা।’
রওশান আরও জানান, তিনি বহুবার গিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার আশায়, কিন্তু মেলেনি বিধবা ভাতা বা ঘর। মেলেনি একটু নিরাপদ আশ্রয়।
স্থানীয় সালেকিন ইসলাম বলেন, ‘রওশান যদি সরকারের সহযোগিতায় একটি ঘর পান, তাহলে অন্তত তার মাথা গোঁজার ঠাঁই হবে।’
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ‘রওশান একেবারেই অসহায়। সরকারের কাছে অনুরোধ, যেন তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়।’