শহীদ বিশালের পরিবারে নেই ঈদ আনন্দ, অশ্রু সিক্ত মায়ের চোখ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে প্রথম শহীদ হওয়া পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের কলেজছাত্র নজিবুল সরকার বিশালের পরিবারে নেই ঈদের আনন্দ। অশ্রু সিক্ত মায়ের চোখ।
সরেজমিনে গিয়ে দেখা যায় ভাবলেশহীন অবস্থায় পার করছেন রোজার শেষের দিনগুলো। ঈদের আনন্দ যেন হারিয়ে গেছে বিশালের মা-বাবার কাছ থেকে।
নাজিবুল সরকার বিশালের মা এনটিভি অনলাইনকে বলেন, গত রমজান মাসে আমাদের পরিবারে চার সদস্য ছিল। কত আনন্দের সঙ্গে কাটছিল দিনগুলো। ঈদের খবর জানতে চাইলে ডুকরে কেঁদে ওঠে অশ্রুভেজা চোখে বলতে থাকেন—বিগত ঈদেও ছিল পরিপূর্ণ আনন্দ। কিন্তু এ বছর বড় ছেলে নাজিবুল সরকার বিশাল আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। সেইসঙ্গে আমাদের ঈদের আনন্দও হারিয়ে গেছে।
বিশালের বাবা বলেন, আমাদের ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। বাংলাদেশ যেন ভালো থাকে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার করে। আমরা এক ছেলেকে হারিয়ে হাজার ছেলেকে পেয়েছি।
গত বছরের ৪ আগস্ট জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বিশাল শহীদ হন। তিনি পাঁচবিবি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বিশালের পরিবার দাবি, তাদেরর সন্তান শহীদ হয়েছেন। তিনি যেন শহীদের সঠিক মর্যাদাটুকু পান।