মাদ্রাসা থেকে পলাতক ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার মা

চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে ২৬ বছর বয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ মে) কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মো. আজিজুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাড়িচাইল মুন্সী বাড়ির বাসিন্দা মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। তদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আজ কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৩) ধারা মামলা করেন ওই নারী।
অভিযোগে ওই নারী জানান, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় তার ছেলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। ছেলেকে খুঁজতে বের হলে অভিযুক্ত মহসিন তাকে জানায়, তার ছেলে উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সী বাড়ির আরিফের একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে আছে। সরল বিশ্বাসে তিনি সেখানে গেলে অভিযুক্ত দুই যুবক তাকে জোরপূর্বক পরিত্যক্ত ঘরের ভেতরে পালাক্রমে ধর্ষণ করে।