প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে একটি মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিপন মিয়া (২১) নামের এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহৃত কাপড়ের একটি ব্যাগপ্যাক, সেনাবাহিনীর ব্যবহৃত কাপড়ের মানিব্যাগ, একটি এনআইডি কার্ড, একটি বাসের টিকিট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা বালিয়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার শিপন মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়ার বাসিন্দা।
মেজর আসিফ আল-রাজেক জানান, ভুক্তভোগীর সঙ্গে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে গত মাসে পরিচয় হয়। শিপন মিয়া নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রেমের প্রস্তাব দেন। ভিকটিম রাজি হলে গত ৩১ আগস্ট সকালে শিপন তাকে রাজশাহী রেলস্টেশনের দিকে ডেকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান।
আসিফ আল-রাজেক আরও জানান, পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারে জানাজানি হলে মেয়ের পরিবার কৌশলে বিয়ে দেওয়ার কথা বলে যুবককে বাড়িতে আসতে বলে। এর প্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মেয়েসহ তার বাড়িতে উপস্থিত হন। পরে মেয়ের পরিবারের লোকজন র্যাবকে জানালে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ঘটনাস্থলে যায়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি ভুয়া সেনাবাহিনীর সদস্য। তার মোবাইল ফোনে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্নভাবে প্রতারণার নমুনা পাওয়া যায়। তিনি বিবাহিত ও সন্তান থাকা সত্ত্বেও মিথ্যা সেনা সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করেন। পরবর্তীতে ভিকটিমকে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন।
র্যাব কর্মকর্তা আসিফ আল-রাজেক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কাটাখালি থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।