কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ ফয়েজ আহমদের

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নেতাদের তোষামোদ না করে নিজেদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শুক্রবার (২ মে) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধানদের জমির টপ সয়েল রক্ষায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ফসলি জমির টপ সয়েল কাটা ও বিক্রি এবং ভূমিদস্যুদের কঠোর হস্তে দমন করতে হবে। কাজ করতে গিয়ে কোনো রাজনৈতিক চাপ এলে তা মোকাবিলা করতে হবে, তোষামোদ করা যাবে না। সব পদক্ষেপের বিষয়ে সরকার সহযোগিতা করবে। এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে বাজার অব্যবস্থাপনার কারণে সৃষ্ট যানজট নিরসনেরও নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে পুরোনো কাঠামো পরিবর্তন করা না গেলে আবারও স্বৈরাচার ফিরবে। চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে মতপার্থক্য দূর করে একটা জাতীয় সনদ প্রণয়নের। যার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্ব পর্যালোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভুঁইয়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান প্রমুখ।
এ সময় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।