দুই বাংলাদশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় চা বাগানে টিকটক করার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২ মে) সন্ধ্যার দিকে পাটগ্রাম ধবলসূতি সীমান্ত থেকে তাদের আটক করে ধরে নিয়ে যায় বিএসএফ।
আটককৃতরা হলেন–পাটগ্রাম রহমতপুর গাটয়ারভিটা এলাকার মোস্তাফিজ ইসলামের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬) ও বগুড়া মহাস্থানগড়ের সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজিবি বলেছে, ‘তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার-৮২৫/১-এস-এর নিকটবর্তী ভারতীয় চা বাগানে মোবাইল ফোনে টিকটক ভিডিও ধারণকালে বিএসএফ কর্তৃক ২০-২৫ গজ ভারতের অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়। স্থানীয় জনগণ ধবলসূতি বিওপিকে বিষয়টি জানালে দায়িত্বরত বিজিবি সদস্যরা প্রতিপক্ষ বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে জানায় যে, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ ও ভিডিও ধারণ করার কারণে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের হস্তান্তরের বিষয়ে ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। এ ছাড়া রংপুর সেক্টর কমান্ডার কর্তৃক দায়িত্বপূর্ণ বিএসএফ জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রংপুর সেক্টর কমান্ডারের অনুরোধে আটকদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের ফেরত আনার উদ্দেশ্যে রাতেই পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই বাংলাদেশীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়ে গেছে।’