চুরি করে নেওয়া সেচ পাম্প ফেরত দিল চোর

চুরি যাওয়া দুটি সেচ পাম্প। ছবি : এনটিভ
নাটোরে সেনাবাহিনীর অভিযানের মুখে ফসলের মাঠ থেকে চুরি হওয়া সেচ পাম্প ফেরত দিয়েছে চোর চক্র। গতকাল শুক্রবার (২ মে) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় একটি সেচ ঘরের কাছে চুরি হওয়া দুটি সেচ পাম্প রেখে যায় তারা।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে নলডাঙ্গা উপজেলার হালতি বিল এলাকার বিভিন্ন স্থান থেকে সেচ পাম্প ও বৈদ্যুতিক হাইপাওয়ার মিটার চুরি হচ্ছিল। এতে চরম বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। সেচ সংকটে ধানের ফলন কমে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। এ পরিস্থিতিতে কৃষকরা সেনা ক্যাম্পে অভিযোগ দিলে সেনাবাহিনী অভিযান ও তৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর উপস্থিতি ও নজরদারি বাড়লে চোর চক্র পাম্প ফেরত রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
নাটোর জেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুকতাদির জানান, চুরি রোধে সেনাবাহিনীর অভিযান ও তৎপরতা চলমান থাকবে।