এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত
আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলে জাতীয় নির্বাচন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৩ মে) সকালে ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দলটির জেলা ও মহানগরী আমির সম্মেলনে ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, ‘আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। কারণ এরপর আবার কোরবানির ঈদ আছে। এরপর ঝড়বৃষ্টি, বন্যা-দুর্যোগ এগুলা আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটি অর্থবহ নির্বাচন করা চ্যালেন্জিং হয়ে যেতে পারে।