কোটালীপাড়ায় ইকরা মডেল মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার প্রদান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইকরা মডেল মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার (৫ মে) সকালে উপজেলার ডহরপাড়া গ্রামে ইকরা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই অভিভাবক সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
ইকরা মডেল মাদ্রাসার উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফায়েকুজ্জামান শেখ, ইসলামী ব্যাংক কোটালীপাড়া উপ-শাখার ম্যানেজার আশরাফুল আলম, ওয়ালটনের কোটালীপাড়া ব্রাঞ্চ ম্যানেজার কাজেম আলী, মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হাফেজ রুহুল আমিন, অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা ইকরা মডেল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। মাদ্রাসাটিতে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি বিষয়েও সমানভাবে পাঠদান করানো হয়।