দুই সাবেক উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালতে প্রতীকী ছবি
দুর্নীতির অভিযোগ থাকায় রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই সাবেক উপজেলা চেয়ারম্যান হলেন তানোরের মো. লুৎফর হায়দার রশিদ ও গোদাগাড়ীর মো. জাহাঙ্গীর আলম।
এই দুই সাবেক উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞার পৃথক দুটি আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি।
আবেদনে বলা হয়, তাদের (লুৎফর হায়দার রশিদ ও জাহাঙ্গীর আলম) বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান রয়েছে। তাই তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।