পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

গোপালগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পিকআপ ভ্যানে থাকা আরও একজন। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাঙ্গা হাইও পুলিশের সার্জেন্ট মো. আবু সালেহ ছামি জানান, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে খুলনার দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। বিকেল ৩টার দিকে পিকআপ ভ্যানটি দাসেরহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশের রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপের সামনের অংশ। ঘটনাস্থলেই নিহত হয় তানভির ও নাজমুল নামের দুই যুবক। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ওয়াহিদুজ্জামান খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এসময় অপর আহত দুজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহত তানভীর ঢাকার দোহার উপজেলা ও নাজমুল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা।
সার্জেন্ট মো. আবু সালেহ জানান, এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তানভীর ও নাজমুল নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। অপর মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।