কসবা সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার খাদলা সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের গুজরাট রাজ্যে আটক কথিত বাংলাদেশি নাগরিকদের পুশ ইন করার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রভাব পড়েছে কসবার সীমান্তেও। কসবায় প্রায় ১৮ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।
কসবার খাদলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মাসুদুর রহমান বলেন, ‘ভারতের গুজরাট থেকে আটক বাংলাদেশিদের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করার চেষ্টা করছে বিএসএফ। ২০৪৯ থেকে ২০৫৩ পিলার কসবার খাদলা বিওপির দায়িত্ব এলাকা। এই এলাকায় টহলদল যথাযথভাবে টহল দিচ্ছে। এ ব্যাপারে আমরা এলাকার সাধারণ মানুষকে নিয়ে সভা-সমাবেশ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরাও প্রস্তুত আছে। সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’