সময় যত গড়াচ্ছে, গণজমায়েতের পরিধি তত বাড়ছে

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত চলছে। আজ শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে গণজমায়েত শুরু হয়। কর্মসূচি শুরুর আগে থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে থাকেন।
গণজমায়েত ইতোমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে গণজমায়েত জনতার ঢল বাড়ছে।
ইতোমধ্যে গণজমায়েত কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ জুলাই আন্দোলনের শহীদদের স্বজনরা।
এর আগে শাহবাগ মোড়ে আছরের নামাজ আদায় করেন আন্দোলনকারীরা।
এদিকে, আন্দোলনে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আরও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীদের এ জমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে।