তাপপ্রবাহে বিপর্যস্ত লালপুর, তৃষ্ণার্তদের খাওয়ানো হচ্ছে স্যালাইন পানি

দেশের উষ্ণতম উপজেলা নাটোরের লালপুরে তীব্র তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রখর রোদের তাপে সামান্য পথ হাঁটলেই যেন ঝলসে যাচ্ছে শরীর। এই অসহনীয় গরমে ভ্যানচালক, অটো-সিএনজি চালক, পথচারী ও খেটে খাওয়া মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে এসেছে ‘বৃহত্তর আব্দুলপুর মানবিক সংগঠন’। তারা বিনামূল্যে স্যালাইন পানি ও শরবত বিতরণ করছে।
আজ রবিবার (১১ মে) দুপুরে উপজেলার ত্রিমোহনী চত্বরে সংগঠনটির সদস্যরা দুই শতাধিক মানুষের তৃষ্ণা নিবারণ করেন।
এ সময় ভ্যানচালক মতলেব আলী জানান, তিনি কলেজ মোড় থেকে যাত্রী নিয়ে ত্রিমোহনীতে এসেছেন। তীব্র গরমে তার শরীর ঘামে ভিজে গেছে ও রোদে মাথা পুড়ে যাচ্ছে। এখানে এসে দুই গ্লাস শরবত খেয়ে তিনি যেন প্রাণ ফিরে পেয়েছেন।
আরেক ভ্যানচালক ইউনুস আলী বলেন, ‘গরমে গলা শুকিয়ে মরুভূমির মতো হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে কয়েকজনকে বিনামূল্যে শরবত বিতরণ করতে দেখে আমিও পান করলাম। এতে তৃষ্ণা মিটেছে।’
এ বিষয়ে বৃহত্তর আব্দুলপুর মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক কাওসার আলম সবুজ বলেন, গরমের তীব্রতায় সকলের জীবন অতিষ্ঠ। তাই শ্রমজীবী, পথচারী ও সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দিতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। যতদিন এই তীব্র গরম অব্যাহত থাকবে, ততদিন তাদের এই কার্যক্রম চালানোর চেষ্টা থাকবে বলেও জানান তিনি।