পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মা নদীতে যে স্থানে ডুবে গিয়েছে স্কুলছাত্র। ছবি : এনটিভি
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে আকাশ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের শাহীন আলীর ছেলে এবং লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মার পাড়ে ফুটবল খেলছিল আকাশ। খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামে। এ সময় মুহূর্তের মধ্যে সে পানিতে তলিয়ে যায়। পরে নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। তবে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।