দুই নারী ফুটবলারের অস্ত্রোপচারে শুরু অর্থোপেডিক ইনডোর সেবা

জাতীয় নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের সফল অস্ত্রোপচারের মাধ্যমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের ইনডোর সেবা (রোগী ভর্তি কার্যক্রম) শুরু হয়েছে।
আজ সোমবার (২৬ মে) অর্থোপেডিক সার্জারি বিভাগের ছয় সদস্যের চিকিৎসক দল দুই খেলোয়াড়ের হাঁটুতে এ অস্ত্রোপচার করেন।
চিকিৎসক দলে নেতৃত্ব দেন বিএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ ও সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী ইকবাল মাহমুদ।
বিএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২০ বছর বয়সী দুজন খেলোয়াড়ের হাঁটুতে সফলভাবে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি করা হয়। সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ ও সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী ইকবাল মাহমুদের নেতৃত্বে মোট ছয় সদস্যের চিকিৎসক দল প্রত্যেক রোগীকে আলাদাভাবে ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি (হাঁটু) সম্পন্ন করেন।
বাংলাদেশ জাতীয় নারী ফুলবল দলের দুই খেলোয়াড়ের সফল অপারেশন সম্পন্ন হওয়ার পর বিএমইউর প্রক্টর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্পোর্টস মেডিক্যাল কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ জানান, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে দুই খেলোয়াড়ই ভালো আছেন। আশা করি, দুই খেলোয়াড়ই শিগগিরই মাঠে ফিরতে পারবেন।
চিকিৎসাসেবার বিষয়ে ডা. শেখ ফরহাদ বলেন, ‘আমরা আজ যে দুজনকে চিকিৎসাসেবা দিয়েছি, তারা আমাদের দেশের সেলিব্রেটি। তাদের বিষয়টা খুবই স্পর্শকাতর। এ ধরনের চিকিৎসা সাধারণত দেশের বাইরে দেওয়া হয়। সেই চিকিৎসাই আজ আমরা দেশের মাটিতে সরকারি হাসপাতালে দিয়েছি। তাই আমি সাধারণ রোগীদের বলতে পারি, দেশের মাটিতেই বর্তমানে বিশ্বমানসম্মত চিকিৎসাসেবা রয়েছে। রোগীরা আমাদের ওপর এখন ভরসা রাখতে পারেন এবং রাখছেন।’
ডা. শেখ ফরহাদ আরও বলেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে তুলনামূলকভাবে স্বল্প ব্যয়ে এই এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি (হাঁটু) সম্পন্ন করা যাবে।
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রতিদিন দুই শিফটে চিকিৎসাসেবা কার্যক্রম আগে থেকেই চালু আছে। আজ রোগী ভর্তি কার্যক্রম (ইনডোর সেবা) চালু হলো।
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার অ্যান্ড স্টোক সেন্টার, মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সেন্টার এবং এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার। এসব সেন্টারে রোগীদের হার্ট, কিডনি, লিভার (হেপাটোলজি), নিউরোসহ বেশকিছু বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রয়েছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেন্টার। এখন থেকে সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসেবা দেওয়ার সঙ্গে সঙ্গে রোগী ভর্তিসহ অপারেশন কার্যক্রমও শুরু হলো।