নুসরাত ফারিয়া জামিনে কারামুক্ত

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হত্যাচেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার।
জেল সুপার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নুসরাত ফারিয়ার জামিন আদেশের কাগজ আদালত থেকে কারাগারে পৌঁছানোর পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এর আগে সকালে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। নুসরাত ফারিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।
গত রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। তার বিরুদ্ধে ভাটারা থানায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে। এদিন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ আদালত জামিন আবেদন মঞ্জুর করার পর কারামুক্ত হন ঢাকাই সিনেমার এই নায়িকা।