বিশ্ব স্বাস্থ্য পরিষদে যোগ দিতে জেনেভায় বাংলাদেশের প্রতিনিধিদল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে ৭৮তম বিশ্ব স্বাস্থ্য পরিষদে যোগ দিয়েছে পাঁচ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদল।
আজ সোমবার (১৯ মে) সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
অধ্যাপক সায়েদুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদলে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) সাবিনা পারভীন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মহিউদ্দিন আল হেলাল এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. সাবিনা আশরাফি লিপি।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি কার্যক্রমের অংশ হিসেবে আজ সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জেনেভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর। সাইড ইভেন্টের শিরোনাম ছিল ‘মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ধাত্রীসেবার মডেলগুলো সম্প্রসারণ’।
বিশ্ব স্বাস্থ্য পরিষদ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বোচ্চ নীতিনির্ধারণী ও সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম। এটি প্রতি বছর বিশ্বের সব সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়।